SIP করে ১৫ বছরে এক কোটি টাকা! কীভাবে আর কত বছরে আসবে এই মোটা রিটার্ন জানুন – How TO Make Money

SIP করে ১৫ বছরে এক কোটি টাকা! কীভাবে আর কত বছরে আসবে এই মোটা রিটার্ন জানুন

ভারতের বাজারে মিউচুয়াল ফান্ড একটি অন্যতম বিশ্বস্ত এবং লাভ দায়ক মাধ্যমের নাম হিসেবে শীর্ষে উঠে আসছে মিউচুয়াল ফান্ডের নাম। এই মিউচুয়াল ফান্ডের SIP এর মাধ্যমে ইনভেস্ট করলে একের পর এক মাথা ঘুরিয়ে দেওয়া রিটার্নের সুযোগ থাকছে গ্রাহকদের কাছে। তবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের সময় একটা কথা মাথায় রাখতেই হবে যে যত বেশি সময় তত বেশি রিটার্ন এবং যত কম সময় তত ছোট রিটার্ন।

বিনিয়োগকারীর নিজের ভবিষ্যত হোক বা সন্তানের শিক্ষা এবং বিবাহ, সব ক্ষেত্রেই এর জুড়ি মেলা ভার। সমাজের নানান শ্রেণীর মানুষদের মতো করে বিনিয়োগের নানান ধরন আছে মিউচুয়াল ফান্ডে। সেরকমই একটি সুযোগে পনেরো বছরের বিনিয়োগে রিটার্ন আসতে চলেছে এক কোটি টাকারও বেশি।

যদি কোনো ব্যক্তি মোটা অংকের টাকা রিটার্ন পেতে চান তবে তাকে দীর্ঘসময়ের জন্য মিউচুয়াল ফান্ডকে বিশ্বাস করতে হবে। মাত্র ১৫ বছর মাসিক টাকা জমানো শুরু করলে মেয়াদ উত্তীর্ণ হলে একসাথে এক কোটি টাকার রিটার্ন পেতে পারে। বার্ষিক ১২ শতাংশের সুদ দেওয়া হয় আর সেই জন্যই অর্থের বৃদ্ধিও হয় দ্রুত যা বড়ো বড়ো বীমা সংস্থাকে পিছনে ফেলে দিতে পারে।

SIP করে ১৫ বছরে এক কোটি টাকা! কীভাবে আর কত বছরে আসবে এই মোটা রিটার্ন জানুন
SIP করে ১৫ বছরে এক কোটি টাকা! কীভাবে আর কত বছরে আসবে এই মোটা রিটার্ন জানুন

কোনো ব্যক্তি যদি মাসিক ২০০০০ টাকার sip শুরু করেন তবে ১৫ বছরে তিনি ফেরত পেতে পারেন এক কোটি টাকারও বেশি। ওই সময়ে মোট জমা অর্থের পরিমাণ হবে ৩৬ লক্ষ টাকা। যার উপর ৬৪ লক্ষেরও বেশি টাকা সুদ বাবদ। তাহলে মোট রিটার্নের পরিমাণ দাঁড়াচ্ছে ১ কোটি টাকার বেশি।

Scroll to Top