SBI ব্যাঙ্কে কর্মী নিয়োগ, এখনিই আবেদন করুন অনলাইনে | SBI Bank Recruitment 2024 – How TO Make Money

SBI ব্যাঙ্কে কর্মী নিয়োগ, এখনিই আবেদন করুন অনলাইনে | SBI Bank Recruitment 2024

SBI Bank Recruitment 2024 – রাজ্যর তথা দেশের চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর। দেশের সবথেকে বড় ব্যাংক তথা SBI ব্যাঙ্কে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবে। আবেদন পদ্ধতি কি হবে? বয়স সীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি👇👇

নিয়োগ সংস্থাState Bank of India
পদের নাম Head (Corporate Communication & Marketing)।
মোট শূন্যপদনিচে দেওয়া আছে 👇👇
আবেদন মাধ্যমঅনলাইনের মাধ্যমে
আবেদনের শেষ তারিখ ০৯-০৪-২০২৪

পদের নাম:
এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Head (Corporate Communication & Marketing)।

বয়স সীমা ও বেতন (SBI Bank Recruitment 2024)

  • ১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৫৫ বছরের মধ্যে হলে আবেদন করা যাবে। আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন।
  • ২) এই পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন বিজ্ঞপ্তি কি হবে সেই সংক্রান্ত বিষয় বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন।

শিক্ষাগত যোগ্যতা (SBI Bank Recruitment 2024)


শিক্ষাগতার সম্বন্ধে বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে অনলাইনে মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।

SBI Bank Recruitment 2024
SBI Bank Recruitment 2024

কি ভাবে আবেদন করতে হবে?

  • ১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • ২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
  • ৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
  • ৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
  • ৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

গুরুত্বপূর্ন তারিখ

আবেদন শেষ০৯-০৪-২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক:

Apply OnlineClick Here
Official NotificationClick Here
Official WebsiteClick Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top