রাজ্যের স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি পদে নিয়োগ, আবেদন করলেই চাকরি | WB Health Group-d Recruitment 2024 – How TO Make Money

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি পদে নিয়োগ, আবেদন করলেই চাকরি | WB Health Group-d Recruitment 2024

WB Health Group-d Recruitment 2024 – চাকরি প্রার্থীদের জন্য একটি নতুন খুশির খবর। রাজ্য স্বাস্থ্য বিভাগ গ্রুপ ডি পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যারা চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য আজকের প্রতিবেদন। এখানে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে পারেন।

নিয়োগ সংস্থাDistrict Health and Family Welfare Samity
(Cooch Behar)
পদের নামNRC Attendant
মোট শূন্যপদনিচে দেওয়া আছে 👇👇
আবেদন মাধ্যমঅনলাইনের মাধ্যমে
আবেদনের শেষ তারিখ 21/04/2024

পদের নাম

এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হল – NRC Attendant

বয়সসীমা ও বেতন (WB Health Group-d Recruitment 2024)

  • ১) উল্লেখিত পদের ক্ষেত্রে ইচ্ছুক আবেদন প্রার্থীর বয়স সর্বনিম্ন ২০ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন।
  • ২) এই পদে যাচাই করনের পর নিযুক্ত প্রার্থীদের প্রতিমাসে পারিশ্রমিক হিসাবে ৫০০০/- টাকা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা?


সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে। উপরের (WB Health Group-d Recruitment 2024 ) পদের ক্ষেত্রে আবেদনকারীর যোগ্যতা হিসাবে স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস করতে হবে। উচ্চমাধ্যমিক পাস যোগ্যতা ছাড়াও ইচ্ছুক প্রার্থীর বাংলা ভাষা বিষয়ে দক্ষতা থাকতে হবে।

অবশ্যই সমস্ত কিছু তথ্য বিস্তারিত জানতে গেলে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।

কিভাবে আবেদন করতে হবে?


  • ১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • ২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
  • ৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
  • ৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
  • ৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
  • ৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।

নিয়োগ প্রক্রিয়া (WB Health Group-d Recruitment 2024 )


উল্লেখিত পদে আবেদনের কারীদের ১০০ নাম্বারে যাচাইকরণ পরীক্ষার মাধ্যমে নিযুক্ত করা হবে। ১০০ নাম্বারের পরীক্ষার মধ্যে শিক্ষাগত যোগ্যতার উপর থাকবে ৮০ নাম্বার এবং ২০ নাম্বার ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিযুক্ত করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ

আবেদন শুরু১৫/০৩/২০২৪
আবেদন শেষ২৮/০৩/২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক:

Apply OnlineClick Here
Official NotificationClick Here
Official WebsiteClick Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top