দ্রুত শেষ হচ্ছে মোবাইলের নেট, বা চার্জ শেষ হচ্ছে খুব তাড়াতাড়ি? সাধারণ ব্যাপার নয়, বরং নজর পড়েছে হ্যাকারদের আরও জানুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বর্তমান যুগে মোবাইল মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। আমাদের বিভিন্ন গোপন মুহূর্ত এবং তথ্যের সাক্ষী বহনের মাধ্যম এই স্মার্টফোন। যেটি ছাড়া এখন একদিনও চলা সম্ভব নয়। আজকাল নেট ব্যাংকিংয়ের জন্য থাকছে ব্যাংকের সমস্ত তথ্যও। এর এই জন্যই হ্যাকারদের নজর পড়ছে এই স্মার্টফোনেই। কিভাবে বুঝবেন আপনার স্মার্টফোনে হ্যাকারদের নজর পড়েছে? কিছু সাধারণ সমস্যা আছে যেগুলো হলেই বুঝবেন আপনার ফোনটি হ্যাক হয়েছে। আসুন দেখে নিই:

১. ফোন হ্যাক হলে অনেক সময় ফোনে নতুন অ্যাপ বা সেটিংসের পরিবর্তন হয়ে থাকে। যদি আপনার ফোন ব্যবহারের সময় অস্বাভাবিক আচরণ করতে শুরু করে এবং নতুন কোনো অ্যাপ চোখে পড়ে তবে বুঝবেন এটি হ্যাকারদের নজরে পড়েছে। এই অ্যাপ গুলিতে থাকে একটি বিশেষ ধরনের ভাইরাস যা হ্যাকারদের আপনার ফোনের অ্যাকসেস নিতে সাহায্য করে।

আরও পড়ুন »   10 হাজার টাকায় পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরার Redmi Note 13 Pro+ 5G ফোনের নতুন কালার অপশন

২. হঠাৎ আপনার স্ক্রিনের উপর পপ আপ আসতে শুরু করলেও হতে হবে সাবধান। যদি আপনার মোবাইলটিতে পপ আপ অর্থাৎ হঠাৎ আলো জ্বলে উঠে কোনো বিজ্ঞাপন বা মেসেজ দেখাচ্ছে তবে বুঝতে হবে আপনার ডিভাইসটি ভাইরাসের কবলে পড়েছে এবং হ্যাক হাওয়া শুধু মাত্র সময়ের অপেক্ষা।

৩. সাধারণের তুলনায় হঠাতই যদি দ্রুত স্মার্টফোনের চার্জ শেষ হয়ে যেতে থাকে তাহলেও থাকছে ঝুঁকি। একদল হ্যাকার আছে যারা সরাসরি আক্রমণ না করে ব্যাকগ্রাউন্ড অ্যাপের মাধ্যমে মোবাইলের খুঁটিনাটি তথ্য চুরি করে।

দ্রুত শেষ হচ্ছে মোবাইলের নেট, বা চার্জ শেষ হচ্ছে খুব তাড়াতাড়ি? সাধারণ ব্যাপার নয়, বরং নজর পড়েছে হ্যাকারদের আরও জানুন
দ্রুত শেষ হচ্ছে মোবাইলের নেট, বা চার্জ শেষ হচ্ছে খুব তাড়াতাড়ি? সাধারণ ব্যাপার নয়, বরং নজর পড়েছে হ্যাকারদের আরও জানুন

৪. যদি ডেটা ব্যবহার না করেও দেখেন দ্রুত ডেটা শেষ হচ্ছে তাহলে বুঝতে হবে আপনার ডিভাইসটি হ্যাক করা হয়েছে। কারণ ব্যাকগ্রাউন্ড অ্যাপের মাধ্যমে অ্যাটাক এলেই দ্রুত ডেটা এবং চার্জ শেষের দিকে এগোতে থাকে।

আরও পড়ুন »   Amazon Sale! 15000 টাকার কম দামে Samsung এবং Redmi-এর মতো ব্র্যান্ডেড ট্যাবলেট কিনুন, তালিকা দেখুন

৫. যদি হঠাৎ কল লিস্ট বা ইনবক্সে নতুন নাম্বারের যোগ হয় তখনই আপনার সচেতন হওয়া উচিত। এটি হ্যাকারদের কার্যকলাপ হওয়ার চান্স ১০০% ।

উপরোক্ত কোনো ঘটনা যদি আপনার মোবাইলে দেখেন তবে দ্রুত আপনার ফোনটি রিসেট মেরে সমস্ত পাসওয়ার্ড বদলে নিতে হবে। বিষয়টি এর পরেও ঠিক না হলে দ্রুত সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে অভিযোগ জানাতে হবে।

জয়েন গ্রুপ

জয়েন গ্রুপ

ফলো পেজ

G-news