এবার মাত্র 20/- টাকায় মিলবে বীমার সুবিধা হার মানবে LIC- ও

ভারতের সব শ্রেণীর মানুষের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রীর তরফে আনা হলো প্রধানমন্ত্রী বীমা সুরক্ষা যোজনা। এই যোজনার মাধ্যমে সমাজের সব শ্রেণীর মানুষেরা জীবন বীমার মাধ্যমে তাদের এবং তাদের পরিবারের মানুষের জীবন সিকিওর করতে পারবেন। যেখানে খুব কম টাকার বিনিময়ে এই বীমা সুরক্ষার সুবিধা পাবেন সাধারণ মানুষ। মাত্র ২০/- টাকার প্রিমিয়ামে পাওয়া যাবে এই প্রধানমন্ত্রী বীমা সুরক্ষা যোজনা।

যদি বিমাকারীর মৃত্যু বা কোনো চিরস্থায়ী শারীরিক অক্ষমতা সৃষ্টি হয় তবে সেক্ষেত্রে নমিনীকে এক কালীন কিছু টাকার সাহায্য করবে ভারত সরকার। এই যোজনাটি সরাসরি ভারত সরকারের তত্বাবধানে পোস্ট অফিসে বা সরকারি ব্যাংক গুলিতে আবেদন করা যাবে। বীমা টির সময় এক বছর। অর্থাৎ প্রতি এক বছর অন্তর বীমাকারীকে আবার রিনিউ করার মাধ্যমে নিজের নাম নথিভুক্ত করতে হবে। অন্যথায় সে এই বীমার সুবিধা পাবেনা।

প্রতি জুন মাসের ১ তারিখে অটো পের মাধ্যমে টাকা কেটে নেওয়া হবে গ্রাহকের নামের সাথে যুক্ত ব্যাংক একাউন্ট থেকে। প্রতি বছরে ২০ টাকার বিনিময়ে এই বিশেষ সুবিধা মিলবে সাধারণ মানুষের। এক্ষেত্রে বিমকারীর মৃত্যু হলে ২লক্ষ টাকা এবং , দুই চোখে দৃষ্টি শক্তি চলে গেলে বা দুই হাত বা দুই পা অকেজো হয়ে পড়লে বা দেহের এক পাশ অকেজো হয়ে পড়লে ২ লক্ষ টাকার বীমা পাওয়া যাবে এবং একটি চোখের দৃষ্টি শক্তি নষ্ট হলে, একটি পা বা একটি হাত কর্ম শক্তি হারালে এক লক্ষ টাকার বীমা সুরক্ষা পাবে গ্রাহক।

এবার মাত্র 20/- টাকায় মিলবে বীমার সুবিধা হার মানবে LIC- ও
এবার মাত্র 20/- টাকায় মিলবে বীমার সুবিধা হার মানবে LIC- ও

দেশের যেকোনো সাধারণ মানুষ যার বয়স ১৮-৭০ বছরের মধ্যে বয়সী হলেই এই যোজনার আবেদন করতে পারবেন। এক্ষেত্রে এক বছরের একটি বীমা সুরক্ষা পাওয়া যাবে ২০/- টাকার বিনিময়ে। এবং প্রতি বছর ২০/- টাকার মাধ্যমে বীমাটি রিনিউ করা যাবে।