WB Gram Panchayat Exam Practice Set 02 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ০২, বাছাই করা ১৫ টি প্রশ্ন। – How TO Make Money

WB Gram Panchayat Exam Practice Set 02 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ০২, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WB Gram Panchayat Exam Practice Set 02:লোকসভা নির্বাচনের আগেই রাজ্য সরকারের তরফ থেকে ত্রিস্তর পঞ্চায়েতে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদ গুলিতে আবেদনের জন্য সরকারের তরফ থেকে তৈরি করা হয়েছে নতুন একটি পোর্টাল। রেজিস্ট্রেশন প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। এই চাকরির সুযোগ কে হাতছাড়া করতে চান না এমন প্রার্থীরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তাদের প্রস্তুতি পর্ব। চাকরি প্রার্থীদের সেই প্রস্তুতির সুবিধার্থে আমরা নিয়ে এসেছি গ্রাম পঞ্চায়েতে নিয়োগের লিখিত পরীক্ষার এই তৃতীয় প্র্যাকটিস সেট। বিগত কয়েক বছরের প্রশ্নপত্র গুলি বাছাই করে গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলিকে নিয়ে তৈরি হয়েছে এই প্র্যাকটিস সেটটি। পরীক্ষার প্রস্তুতির সময় অবশ্যই পড়ে রাখুন তৃতীয় প্র্যাকটিস সেট এর এই 15 টি প্রশ্ন।

WB Gram Panchayat Exam Practice Set 02

১) পশ্চিমবঙ্গের কোথায় ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়?

উত্তর:- বীরভূম

২) পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ রেল জংশন আদ্রা কোথায় অবস্থিত?

উত্তর:- পুরুলিয়া

৩) পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান কোনটি?

উত্তর:- সান্দাকাফু

৪) পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধান ভান্ডার বলা হয় ?

উত্তর:- বর্ধমান

৫) কত সালে সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে ঘোষণা করা হয়?

উত্তর:- 1989 সালে

৬) শিলিগুড়ির চার নিলাম কেন্দ্র স্থাপিত হয় কত সালে?

উত্তর:- 1976 সালে

৭) পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি?

উত্তর:- পুরুলিয়া

৮) ভাগীরথী ও অলকানন্দা কোথায় একত্রে মিলিত হয় ?

উত্তর:- দেবপ্রয়াগ

৯) পশ্চিমবঙ্গের কোথায় সর্বাধিক আলু উৎপাদন হয় ?

উত্তর:- হুগলি

WB Gram Panchayat Exam Practice Set 02

১০) জলদাপাড়া অভয়ারণ্য কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর:- তোর্সা

১১) ভারতের প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয়েছিল?

উত্তর:- শ্রীরামপুর

১২) পশ্চিমবঙ্গের কোন জেলায় আয়তনে নদী রয়েছে ?

উত্তর:- দক্ষিণ দিনাজপুর

১৩) ‘হাজারদুয়ারি’ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?

উত্তর:- মুর্শিদাবাদ

১৪) ভারতের প্রথম কার্পাস বয়ন কেন্দ্র কোথায় স্থাপিত হয় ?

উত্তর:- ঘুষুড়িতে

১৫) পশ্চিমবঙ্গের কোন জেলায় বনভূমির অনুপাত বেশি ?

উত্তর:- দক্ষিণ ২৪ পরগনা

বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলিকে নিয়ে এই ধরনের আরও প্র্যাকটিস সেট আপনাদের জন্য নিয়ে আসবো শীঘ্রই। পরবর্তী প্রাকটিস সেট গুলি পেতে যুক্ত থাকুন আমাদের সঙ্গে।

প্রয়োজনীয় লিঙ্ক:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top