পোস্ট অফিসের এই চমৎকার স্কিমে দুই বছরেই লাখপতি হবেন মহিলারা , জানুন বিস্তারিত

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মহিলাদের মধ্যে বিনিয়োগের আগ্রহ বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকার পোস্ট অফিসে নিয়ে আসলো এক চমৎকার স্কিম। মহিলারা যাতে নিজে স্বাবলম্বী হয়ে উঠতে পারে এবং নিজেদের ব্যবসা শুরু করতে পারেন সেই জন্যই এই প্রকল্প। ভারতের যেকোনো পোস্ট অফিসে এই প্রকল্পের আবেদন করতে পারবেন। এবং শুধুমাত্র এই প্রকল্পের অধীনে মহিলারাই আবেদন করার মাধ্যমে বিনিয়োগ করতে পারবেন। এবং কোনো অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের জন্য তাদের অভিভাবকরা আবেদন করতে পারবেন।

২০২৫ সাল পর্যন্ত বিনিয়োগ করা যাবে এই প্রকল্পের মাধ্যমে। এবং যেহেতু মহিলাদের উন্নতির জন্য এই প্রকল্পের সূচনা তাই জন্যই আর্টিকেল ৮০ (C) এর মাধ্যমে সম্পূর্ণ করমুক্ত রাখা হয়েছে। তবে প্রাপ্ত সুদের টাকার উপর কর দিতে হবে। প্রকল্পটি “মহিলা সম্মান সেভিংস” নামে প্রকাশ করা হয়েছে পুরো ভারত জুড়ে। তাই ভারতের সমস্ত মহিলা যেকোনো বয়সেই আবেদন করতে পারবেন।

আরও পড়ুন »   অতিরিক্ত বিদ্যুতের বিল দেওয়ার দিন শেষ! পিএম সূর্যঘর যোজনায় মিলবে বিনামূল্যে বিদ্যুত!(PM Suryaghar Yojana)

সুদের প্রাপ্ত টাকার উপরে কাটা হবে TDS। প্রতি তিন মাস অন্তর ৭.৫% হারে সুদ দেওয়া হবে। এক্ষেত্রে প্রাপ্ত সুদের টাকা প্রতি তিন মাসের ব্যবধানে একাউন্টে জমা হতে থাকে। এবং পরে দুই বছর সম্পন্ন হওয়ার পর আসল সহ সমস্ত সুদের টাকা আবেদনকারীর হাতে তুলে দেওয়া হবে। পোস্ট অফিসে গিয়ে নির্দিষ্ট প্রকল্পের জন্য রাখা আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে সংশ্লিষ্ট পোস্ট অফিসে।

যদি কেউ এই প্রকল্পে ২ লক্ষ টাকা জমান তবে ম্যাচুরিটির সময় তিনি ৩২ হাজার টাকার সুদ সহ ২লক্ষ ৩২ হাজার টাকার একটি রিটার্ন পাবেন। এই প্রকল্পটির নাম আলাদা হলেও এটি একদম ফিক্সড ডিপোজিটের মতো কাজ করবে। একজন মহিলা একাধিক বার বিনিয়োগ করতে পারবেন আলাদা আলাদা করে একাউন্টের মাধ্যমে। এক্ষেত্রে তাকে তিন মাসের মধ্যে আবার আবেদন করতে হবে।

আরও পড়ুন »   LPG Subsidy:এই প্রকল্পে কেন্দ্র দিচ্ছে ৩৬০০ টাকা ভর্তুকি! লাভ পেতে পারেন আপনিও…
পোস্ট অফিসের এই চমৎকার স্কিমে দুই বছরেই লাখপতি হবেন মহিলারা , জানুন বিস্তারিত
পোস্ট অফিসের এই চমৎকার স্কিমে দুই বছরেই লাখপতি হবেন মহিলারা , জানুন বিস্তারিত

আবেদনকারীর মৃত্যু হলে মেয়াদের আগেই একাউন্ট বন্ধ করে দেওয়া যাবে এবং চিকিৎসা বা অন্য কোনো আপদ কালীন পরিস্থিতির জন্য মেয়াদের আগেই টাকা তুলে নেওয়ার ব্যবস্থা থাকবে। তবে সেক্ষেত্রে ১ শতাংশ সুদ পেনাল্টি হিসেবে কেটে নেওয়া হবে।

জয়েন গ্রুপ

জয়েন গ্রুপ

ফলো পেজ

G-news