Yogyashree Prokolpo: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়এর একটি নতুন এবং ছাত্র সমাজের সহকারী প্রকল্প হলো যোগ্যশ্রী। উচ্চমাধ্যমিক বা সমান গুরুত্ব সম্পন্ন কোনো সংস্থা থেকে পাশ করে মেধাবী অথচ দরিদ্র ছাত্র ছাত্রীরা ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং কোর্সে পড়ার জন্য যোগ্য প্রশিক্ষণ দেওয়াই এই প্রকল্পের একমাত্র লক্ষ্য।
এতদিন পশ্চিমবঙ্গের শুধুমাত্র ST বা SC সম্প্রদায়ের সমস্ত ছাত্র ছাত্রীরা এই সুযোগ পাচ্ছিলেন। মঙ্গল বার এই মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যশ্রী নিয়ে বড়ো ঘোষণা করেন। তিনি জানান এবার আর বিভাজন নয় ওবিসি এবং জেনারেল ক্যাটাগরির ছাত্র ছাত্রীরাও বিনামূল্যে এই প্রশিক্ষণের সুযোগ পাবেন। এই প্রশিক্ষণ তাদের ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংয়ের মতো কোর্সগুলোতে ভর্তির প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুত করে দেবে।
ভারত তথা পশ্চিম বঙ্গে সমস্ত ধরনের মানুষের বসবাস। দরিদ্র মানুষের মধ্যে মেধা থাকলেও তাদের কাছে সেই মেধাকে ব্যবহার যোগ্য করে তোলার ক্ষমতা বা অর্থ থাকেনা। তাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কতৃক এই প্রকল্প মানুষের সামনে আনা হয়েছে।এই প্রকল্পে ইতিমধ্যেই অনেক ছাত্র ছাত্রী লাভবান হয়েছে। তাই এবার খালি নির্দিষ্ট জাতির ছাত্র ছাত্রী নয় বরং সকলের জন্যই খুলে দেওয়া হল এই সুযোগের দরজা।

ছাত্র সমাজই দেশের ভবিষ্যত, দেশের মানুষের উন্নতিতে ডাক্তার এবং ইঞ্জিনিয়ারের সংখ্যা আরো বাড়াতে হবে তাই আপাতত এই দুটি বিভাগে ভরসা করেই সকলের জন্য পথ চলা শুরু হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যশ্রী প্রকল্পের।সমাজের সব শ্রেণীর ছাত্র ছাত্রীরা যাতে সমান ভাবে সমাজের মেরুদণ্ড হয়ে উঠতে পারে সেজন্যই শুরু হয় এই প্রকল্প। এদিন নিজের এক্স হ্যান্ডেলেও এই ঘোষণাটি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।